ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দেশের আগেই ওপারে নুসরাত ফারিয়ার অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
দেশের আগেই ওপারে নুসরাত ফারিয়ার অভিষেক (বাঁ থেকে) কনা, মৌসুমী ও নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘আশিকি’ আসন্ন ঈদের দিন ঢাকা-সহ সারাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। তবে এক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গেও বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।



এদিকে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ‘আশিকি’র পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।

গতকালের অনুষ্ঠানে নুসরাত ফারিয়ার পাশাপাশি ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজদাভ দত্ত, কণ্ঠশিল্পী কনা। এ ছাড়াও ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তার সঙ্গে মিলে ‘আশিকি’ পরিচালনা করেছেন কলকাতার অশোক পাতি।

‘আশিকি’তে নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার তারকা অঙ্কুশ। এরই মধ্যে ছবিটির গানগুলো জনপ্রিয়তা পেয়েছে।  

বাংলাদেশ সময় : ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।