ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সিয়াম গেলেন পড়তে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সিয়াম গেলেন পড়তে সিয়াম আহমেদ

টিভি নাটক ও বিজ্ঞাপনের তরুণ মুখ সিয়াম আহমেদ প্রবাসী হলেন। তিনি গেছেন যুক্তরাজ্য।

তার এই প্রবাস যাপনের দৈর্ঘ্য হবে দেড় বছর। এই সময়টাতে পর্দায় পাওয়া যাবে না তাকে।

সিয়াম জানান, সম্প্রতি তিনি আইন বিষয়ে স্নাতক শেষ করেছেন। উচ্চশিক্ষার জন্যই তার যুক্তরাজ্য যাওয়া। সেখানে বার-এট-ল পড়বেন তিনি। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এয়ার এমেরিটসের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।

২০১২ সালে মোবাইল প্রতিষ্ঠান সিটিসেলের ফটোশুট দিয়ে শুরু, এরপর এয়ারটেলের বিজ্ঞাপনচিত্র। সব মিলিয়ে এ পর্যন্ত ২০টি পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। গত বছর রেদোয়ান রনির ‘ভালোবাসা ১০১’ দিয়ে শুরু করেন অভিনয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।