ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘প্রিয়াঙ্কাকে নিয়ে ভারতের গর্ব করা উচিত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
‘প্রিয়াঙ্কাকে নিয়ে ভারতের গর্ব করা উচিত’ প্রিয়াঙ্কা চোপড়া

অভিনয় কিংবা গান- আন্তর্জাতিক দরবারে দুটি মাধ্যমে সাফল্যের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার জন্য ভারতীয়দের গর্ব করা উচিত বলে মন্তব্য করেছেন পরিচালক মধুর ভান্ডারকর।

তার ‘ফ্যাশন’ ছবিতে অভিনয় করেছেন পিসি (প্রিয়াঙ্কার ডাকনাম)। সম্প্রতি আমেরিকার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবিসির ‘কুয়ান্টিকো’ টিভি সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এর আগে তার গাওয়া গান আর্ন্তজাতিক টপচার্টেও স্থান পেয়েছে।

ভারতের একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মধুর বলেছেন, ‘প্রিয়াঙ্কার অর্জনগুলোর জন্য আমাদের গর্ব করা উচিত। ভারতকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে গেছেন তিনি। ’

মধুরের পরিচালনায় ‘ম্যাডামজি’ ছবিতে কাজ করার কথা প্রিয়াঙ্কার। ইদানীং বলাবলি হচ্ছে, ছবিটা নাকি তৈরি হবে না! এ গুজব উড়িয়ে দিয়ে মধুর বলেন, ‘বিষয়বস্তুর জন্যই ছবিটা আমার খুব পছন্দের। প্রিয়াঙ্কার জন্যও তা-ই। ছবিটির বিষয় ওর ভালো লেগেছে। এ নিয়ে আমার মতোই উচ্ছ্বসিত ও। ’

তাহলে কাজ শুরু করতে দেরি হচ্ছে কেনো? মধুরের ব্যাখ্যা, ‘অন্যান্য কাজ নিয়ে প্রিয়াঙ্কা এখন ব্যস্ত। দৃশ্যধারণের জন্য দুই মাস সময় দরকার। আমরা দু’জনই ফাঁকা সময় পেলে কাজ শুরু করবো। ’

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ (রণবীর সিং, দীপিকা পাড়ুকোন) ছবির কাজ নিয়ে। এ ছাড়া ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর হাতে আছে প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’।

অন্যদিকে মধুরের নতুন ছবি ‘ক্যালেন্ডার গার্লস’ মুক্তি পাবে আগামী ২৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।