ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘প্রাণের খেলা’য় ফরিদার সঙ্গে রাজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
‘প্রাণের খেলা’য় ফরিদার সঙ্গে রাজা ফরিদা পারভীন ও সফিউল আলম রাজা

একজন লালনের গান নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছেন, অন্যজন পরিচিত ভাওয়াইয়া গানে। একজন ফরিদা পারভীন, অন্যজন সফিউল আলম রাজা।

এবার এক অনুষ্ঠানে গান গাইবেন তারা। বেঙ্গল শিল্পালয়ে ‘প্রাণের খেলা’ শীর্ষক অনুষ্ঠানে থাকছে তাদের পরিবেশনা।

আগামী ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত। ঠিকানা- বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, শেখ কামাল সরণি, ধানমণ্ডি, ঢাকা।

সফিউল আলম রাজা বেঙ্গল বিকাশ প্রতিভা শিল্পী। তিনি বললেন, ‘ভাওয়াইয়া হলো উত্তরবঙ্গ এলাকার লোকগানের একটি বিশিষ্ট ধারা। ভাব শব্দ থেকে এসেছে ভাওয়াইয়া। আর ভাব সমৃদ্ধ গান হয় বলেই এর নাম ভাওয়াইয়া গান। নিজস্ব গীতিরীতির বৈশিষ্ট্য নিয়ে নর-নারীর প্রণয় সম্পর্কই ভাওয়াইয়া গানের প্রধান বিষয়। এসব গান গাওয়া বরাবরই উপভোগ করি। ’

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।