ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কৃষকদের ত্রাতা হয়ে এলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
কৃষকদের ত্রাতা হয়ে এলেন অক্ষয় অক্ষয় কুমার

ভারতে ঋণের বোঝা মাথায় নিয়ে অসহায় হয়ে পড়া কৃষকদের সংখ্যা অনেক। তাদের মধ্যে বেশিরভাগই বেছে নেন আত্মহত্যার পথ।

তাই কৃষকদের জন্য সম্প্রতি অনুদান দেন বলিউড অভিনেতা নানা পাটেকার ও ক্রিকেটার অজিঙ্কা রাহানে। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মহারাষ্ট্রের কৃষকদের জন্য ৯০ লাখ রুপি দিলেন তিনি।

জানা গেছে, অক্ষয়ের অনুদান থেকে আগামী ছয় মাস মহারাষ্ট্রের প্রতিটি জেলার ৩০ জন কৃষক ৫০ হাজার রুপি করে অনুদান পাবেন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বীদ জেলায় ১৫ লাখ রুপি দান করা হয়। প্রক্রিয়াটির ব্যবস্থাপনা করেছে পুলিশ। একথা জানিয়েছেন বলিউডের এই তারকার প্রতিনিধি বেদান্ত বালি।

অক্ষয় এখন ব্যস্ত তার নতুন ছবি ‘সিং ইজ ব্লিং’ নিয়ে। এতে তার সহশিল্পী লারা দত্ত ও অ্যামি জ্যাকসন। ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।