ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘নট আউট’ নাসির, তাসকিন, সৌম্য ও বিজয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
‘নট আউট’ নাসির, তাসকিন, সৌম্য ও বিজয়!

জাতীয় দলের চার ক্রিকেটার নাসির হোসাইন, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারকে ব্যাট-বল হাতেই সমর্থকরা বেশি দেখেছে। এবার মজার মজার খেলায় অংশ নিয়েছেন তারা।

‘নট আউট’ নামের গেম শোতে এগুলো দেখা যাবে।

সম্প্রতি এই ক্রিকেটাররা অবসরে এফডিসিতে ঈদের এই অনুষ্ঠানের ধারণ কাজে অংশ নেন। এখানে লাটিম, মার্বেল ও ডার্টবোডসহ বিভিন্ন মজার মজার খেলায় অংশ নেয়ার ফাঁকে আড্ডা দিয়েছেন তারা।

কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় ‘নট আউট’ উপস্থাপনা করেছেন নাবিলা। এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।