ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নভেম্বরে ভক্তদের জন্য অ্যাডেলের উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
নভেম্বরে ভক্তদের জন্য অ্যাডেলের উপহার অ্যাডেল

ব্রিটিশ গায়িকা অ্যাডেলের বহুল প্রতীক্ষিত নতুন স্টুডিও অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। ধারণা করা হচ্ছে এর নাম ‘টোয়েন্টি ফাইভ’।

তিনি নিজেই ইংরেজি সংখ্যাটি টুইটারে লিখে সেই আভাস দিয়ে রেখেছেন।

জানা গেছে, এনবিসি নেটওয়ার্কের কয়েকটি টিভি অনুষ্ঠানে অ্যাডেলের নতুন গান ও অ্যালবামের প্রকাশনা হবে। ‘টুডে শো’, ‘স্যাটারডে নাইট লাইভ’, প্রাইম-টাইমের বিশেষ আয়োজন ও অন্য একটি নতুন অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।

এর মাধ্যমে চার বছর পর নতুন অ্যালবাম বের করছেন অ্যাডেল। এর আগে সর্বশেষ ২০১১ সালে বাজারে আসে তার দ্বিতীয় অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’। এটি টানা কয়েক সপ্তাহ বিলবোর্ড টপচার্টের শীর্ষে ছিলো। পাশাপাশি এটি জয় করে একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ড। ২০০৮ সালে প্রকাশিত হয় তার প্রথম একক ‘নাইনটিন’।

বাংলাদেশ সময় : ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।