ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব-জয়ার নতুন রসায়ন (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
শাকিব-জয়ার নতুন রসায়ন (ভিডিও) ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিতে জয়া আহসান ও শাকিব খান

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র পর এর দ্বিতীয় পর্বে ফের জুটি বেঁধেছেন শাকিব খান ও জয়া আহসান। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ নামের ছবিটিতে তাদের নতুন রসায়ন এতোদিন কাগজে-কলমে আর স্থিরচিত্রে আটকে ছিলো।

এবার তা গতি পেতে শুরু করেছে! ইউটিউবে ছাড়া হয়েছে এর একটি গান।

‘তোকে ছাড়া ভালো লাগে নারে ওরে প্রিয়া’ শিরোনামের গানটি গেয়েছেন চন্দন সিনহা। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় শওকত আলি ইমন। গানটির চিত্রায়ন হয়েছে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। আশা করা হচ্ছে, শিগগিরই মুক্তি পাবে অন্য গানগুলো।

সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’তে আরও অভিনয় করেছেন ওমর সানি, ইমন, মৌসুমী হামিদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।

* ‘তোকে ছাড়া ভালো লাগে না’ গানের ভিডিও :



বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।