ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

সালমান যখন ঐশ্বরিয়া বিষয়ক প্রশ্নের মুখে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
সালমান যখন ঐশ্বরিয়া বিষয়ক প্রশ্নের মুখে

প্রাক্তন প্রেমিকাকে নিয়ে জনসম্মুখে কথা বলাটা সব তারকাই যতোটা সম্ভব এড়িয়ে চলেন। ব্যতিক্রম নন সালমান খানও।

তার নতুন টিভি অনুষ্ঠান ‘বিগ বস’-এর নবম আসরের সংবাদ সম্মেলনে ঐশ্বরিয়া রাই বচ্চন বিষয়ক প্রশ্ন শুনে কৌশলে এড়িয়ে গেলেন বলিউডের এই সুপারস্টার।

সালমানকে প্রশ্ন করা হয়, ‘বিগ বস’ অনুষ্ঠানে ঐশ্বরিয়া তার প্রত্যাবর্তনের ছবি ‘জাজবা’র প্রচারণা করতে আসবেন কি-না। উত্তরে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এটা হওয়া উচিত জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তারা মাইক নিয়ে যাওয়ার আগে শেষ প্রশ্ন! কী আবেগপ্রবণ প্রশ্নই না করলেন!’

এরপর নিজের অভিনীত ‘হার দিল জো পেয়ার কারেগা’ (২০০০) ছবির ‘আতে জাতে জো মিলতা হ্যায় তুমসা লাগতা হ্যায়’ গানটি গুনগুন করেন সালমান। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন প্রীতি জিনতা।

সালমান ও ঐশ্বরিয়ার উদ্দাম প্রেমের ইতি ঘটে ২০০১ সালে। এরপর থেকে দু’জন একে অপরকে এড়িয়ে চলেন। এর দুই বছর আগে তারা একসঙ্গে অভিনয় করেন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে।

* ‘হাম দিল দে চুকে সনম’ ছবির গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।