ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আশার জন্য রুনার সমবেদনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আশার জন্য রুনার সমবেদনা আশা ভোঁসলে ও রুনা লায়লা

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের পুত্রসন্তান হেমন্ত ভোঁসলে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৬ সেপ্টেম্বর স্কটল্যান্ডে মারা গেছেন। খবরটি জেনে শোক প্রকাশ করেছেন রুনা লায়লা।



আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী বললেন, ‘আমি আশাজির সমব্যথী। সন্তান হারানোর মতো মায়ের জন্য সবচেয়ে বিয়োগান্তক ঘটনা আর দ্বিতীয়টি হয় না। খবরটা জেনে আমি বিমর্ষ হয়ে পড়েছি। ’ যোগ করলেন, ‘অবাক লাগে, দু’বারই সন্তান হারানোর সময় তিনি সিঙ্গাপুরেই গাইছিলেন!’

তিন-চার বছর আগে আশার সঙ্গে ভারতের কালারস টিভির সংগীত প্রতিযোগিতা ‘সুরক্ষেত্র’র প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন রুনা। তিনি বলেন, ‘তখনই আশাজি জানিয়েছিলেন, তার ছেলে ক্যান্সারে ভুগছেন। কি হয়ে যায় এমন একটা আশঙ্কা কাজ করতো তার মধ্যে। সেটাই হলো। সৃষ্টিকর্তা তাকে শক্তি দিক, এই কামনা করি। ’

বাংলাদেশ সময় : ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।