ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

জ্যোতির আয়নায় কবরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জ্যোতির আয়নায় কবরী কবরী ও জ্যোতিকা জ্যোতি

কবরী ও জ্যোতিকা জ্যোতি- দু’জন দু’সময়ের অভিনেত্রী। তাই যখন তারা আলাপে বসলেন, স্বাভাবিকভাবেই উঠে এলো এ সময়-ও সময়।

দু’সময়ের নায়িকা, সিনেমা, সংস্কৃতির বাইরে কবরীর মুখে এলো জ্যোতিকা জ্যোতি প্রসঙ্গও।

কবরীর পরিচালনায় অভিষেক ছবি ‘আয়না’র মাধ্যমে জ্যোতি বড়পর্দায় এসেছিলেন। ২০০৫-এর ঘটনা সেটা। এরপর বিভিন্ন সময় তাদের অফস্ক্রিনে আলাপ তো হয়েছেই। এবার সেটি উঠে এলো অনস্ক্রিনে। কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী কবরীকে নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠান ‘আমার নায়িকা’। অনুষ্ঠানে কবরী অতিথি, আর জ্যোতিকা জ্যোতি উপস্থাপিকা। এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি জানাচ্ছেন, অনুষ্ঠানটি আধাঘণ্টার। দৃশ্যধারণ হয়েছে দু’জনের বাড়িতে।

একাত্তর টিভিতে ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।