ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

যুক্তামুখীকে প্রিয়াঙ্কা ভাবায় এবিসির দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
যুক্তামুখীকে প্রিয়াঙ্কা ভাবায় এবিসির দুঃখ প্রকাশ (বাঁ থেকে) প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তামুখী

ঘটনাটা বিব্রতকরই বটে। যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্ক তাদের ‘কুয়ান্টিকো’ সিরিজের প্রোমোতে প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় ব্যবহার করেছে ভারতের আরেক মডেল-অভিনেত্রী যুক্তামুখীর ছবি! কাকতালীয় ব্যাপার হলো দু’জনই বিশ্বসুন্দরী।

যুক্তামুখী বিশ্বসুন্দরী হন ১৯৯৯ সালে। পরের বছর মুকুটটি ওঠে প্রিয়াঙ্কার মাথায়।

‘কুয়ান্টিকো’র মাধ্যমে মার্কিন টিভিতে অভিষেক হলো প্রিয়াঙ্কার। এবিসির মধ্যরাতের নিউজ বুলেটিনে সিরিজটি নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এতে ছিলো যুক্তামুখীর বিশ্বসুন্দরীর মুকুট নেওয়ার ফুটেজ। তারা যুক্তামুখীকে প্রিয়াঙ্কা ভেবে ভুল করেছিলেন। এটা বুঝতে পেরে তৎক্ষণাৎ তা সংশোধন করা হয়।

এমন একটি ভুল করায় টিভি নেটওয়ার্কটির সব কর্মকর্তা লজ্জায় লাল হয়ে গেছেন! সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তারা প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাইতে দেরি করেননি। উত্তরে বলিউডের এই অভিনেত্রী আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে টুইটারে বলেন, ‘সংশোধনের জন্য ধন্যবাদ। ’

গত সপ্তাহে ‘কুয়ান্টিকো’র প্রিমিয়ার হয়। এতে এফবিআই শিক্ষানবীশ অ্যালেক্স প্যারিশ চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয় প্রশংসিত হয়েছে। এবারই প্রথম আমেরিকান কোনো সিরিজে ভারতীয় অভিনয়শিল্পীকে দেখা গেলো।

* ‘প্রিয়াঙ্কাকে নিয়ে ভারতের গর্ব করা উচিত’
* কারিনার মুখে প্রিয়াঙ্কার বন্দনা
* আমেরিকায় প্রিয়াঙ্কার জনপ্রিয়তায় অবাক সানি লিওন
* দীপিকার জন্য প্রিয়াঙ্কার বিশেষ উপহার
* প্রিয়াঙ্কার ‘কুয়ান্টিকো’ সেপ্টেম্বরে
* প্রিয়াঙ্কার ভক্ত আমির খান
* প্রিয়াঙ্কার ৯০ দিন
* মার্কিন টিভি সিরিজে প্রিয়াঙ্কা
* পরিণীতির জন্য প্রিয়াঙ্কার উপহার
* প্রিয়াঙ্কার প্রথম হিন্দি গান

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।