২৯ অক্টোবর সাতপাকে বাঁধা পড়বেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও গীতা বাসরা এ খবর সকলের জানা আছে। তবে নতুন খবর হলো এবার প্রকাশ্যে এলো তাদের বিয়ের কার্ড।
![](files/Gita_inner_132220977.jpg)
ইতিমধ্যে অতিথিদের মাঝে কার্ড বিলি করা শুরু হয়ে গেছে। শুধু কার্ড নয়, সঙ্গে পাঠনো হচ্ছে মিষ্টি।
পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে করবেন তারা। দিল্লির পাঁচ তারকা হোটেলে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে হরভজন-গীতার বিয়ের অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
বিএসকে