ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পার ফেরার প্রস্তুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
শিল্পার ফেরার প্রস্তুতি শিল্পা শেঠি

রুপালি পর্দায় একসময় ঝড় তুললেও স্বেচ্ছায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সুখবর হচ্ছে, আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।



সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেছেন, ‘ইতোমধ্যে দু’তিনটি চিত্রনাট্য পড়েছি। ভালো লাগেনি। আমি এমন কিছু নিয়ে ফিরে আসতে চাই যা আগে কখনও করিনি। ’

৪৩ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, ‘আমার ছেলে বিয়ানের বয়স এখন সাড়ে তিন বছর। সে তার বেশিরভাগ সময় স্কুলে কাটায়। আর সে কারণেই আবার বড় পর্দায় ফিরে আসার প্রস্ততি নিচ্ছি। ’

শিল্পা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘আপনে’। ২০০৭ সালে মুক্তি পায় এটি। এরপর ‘ওম শান্তি ওম’ ও ‘দোস্তানা’ ছবিগুলোতে ছিলেন তিনি। কিন্তু শুধু গানে, অতিথি শিল্পী হিসেবে। ২০১০ সালে ‘দ্য ডিজায়ার’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু এটি এখনও মুক্তি পায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।