ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

জ্যাকি চ্যানের সঙ্গে ইলিয়েনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
জ্যাকি চ্যানের সঙ্গে ইলিয়েনা জ্যাকি চ্যান ও ইলিয়েনা

এশিয়ার কুংফু সুপারস্টার জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করার হলো না ক্যাটরিনা কাইফের। তার হাতে ফাঁকা সময় নেই।

তাই ভাগ্য খুলে গেলো ইলিয়েনা ডি’ক্রুজের। ‘কুংফু ইওগা’ নামের অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটি পরিচালনা করবেন হংকংয়ের নির্মাতা স্ট্যানলি টঙ।

ছবিটির খলচরিত্রে হৃতিক রোশনের অভিনয় করার সম্ভাবনা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে এসে নেওয়া হয় বলিউডের আরেক অভিনেতা সনু সোদকে। ‘কুংফু ইওগা’র দৃশ্যধারণ হবে দুবাই, বেইজিং ও ভারতে।

বলিউড অভিনেত্রীদের মধ্যে এর আগে মল্লিকা শেরাওয়াত ‘দ্য মিথ’ ছবিতে অভিনয় করেন জ্যাকি চ্যানের সঙ্গে। তবে মল্লিকাকে ওই ছবিতে পাওয়া গেছে অল্প কিছুক্ষণ। ইলিয়েনা এদিক দিয়ে এগিয়ে থাকছেন, কারণ তার চরিত্রটি মূল নায়িকার।

দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা বলিউডেও সফল হয়েছেন। অনুরাগ বসুর ‘বরফি’ (রণবীর কাপুর), ‘ম্যায় তেরা হিরো’ (বরুণ ধাওয়ান), ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ (শহিদ কাপুর) ও ‘হ্যাপি এন্ডিং’ (সাইফ আলি খান) ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘন্টা, অক্টোবর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।