ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ভিডিওতে তিশমার ‘রাতের তারা হয়ে যাবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ভিডিওতে তিশমার ‘রাতের তারা হয়ে যাবো’ তিশমা

‘কেউ জানে না, কেউ বোঝে না কেমন করে বাঁচি’- তিশমার গাওয়া ‘রাতের তারা হয়ে যাবো’ গানের প্রথম লাইন এটি। গানটি শ্রোতারা প্রথম শুনেছিলেন ২০১১ সালে, তার ‘এক্সপেরিমেন্ট’ অ্যালবামে।

পাঁচ বছরের মাথায় এসে গানটির ভিডিও প্রকাশ করেছেন তিশমা। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউটিউব ও ফেসবুকে এটি ছাড়েন তিনি।

‘রাতের তারা হয়ে যাবো’ গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজেই। অনলাইন ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে ভিডিওটি।

এ বছর তিশমার বেশকিছু গানের ভিডিও দেখা গেছে। এগুলো হলো ‘জানালায় অন্তর্যামী’, ‘ইতিহাস হয়ে যাবো’, ‘হিম হিম বাতাস’ ও ‘ছয় তারের সেই সুর’।

তিশমা জানাচ্ছেন, আরও কিছু পুরনো গানের ভিডিও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। এ ছাড়া তার নতুন একক অ্যালবাম ‘রকস্টার’-এর বাজারে আসার দিন ঘনিয়ে এসেছে। ভিডিও ডকুমেন্টারি অ্যালবাম ‘রক প্রিন্সেস এক্সপোজড’-এর কাজও শেষ করে এনেছেন প্রায়।

* ‘রাতের তারা হয়ে যাবো’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।