ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ট্রেলারে বাজিমাত সালমান-সোনমের ‘প্রেম রতন ধন পায়ো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ট্রেলারে বাজিমাত সালমান-সোনমের ‘প্রেম রতন ধন পায়ো’ সালমান খান ও সোনম কাপুর

গত ১ অক্টোবর মুক্তি পেয়েছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির ট্রেলার। মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার না পেরুতেই ট্রেলারটি দেখে ফেলেছেন ৫০ লাখের বেশি দর্শক।



রাজশ্রী প্রোডাকশনের অফিসিয়াল পেজ থেকে ট্রেলারটি দেখা হয়েছে ২০ লাখ ৫০ হাজার বার। এছাড়া ইউটিউবে দেখা হয়েছে ৪০ লাখেরও বেশি।

এ ছবির মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর সুরজ বরজাতিয়ার পরিচালনায় অভিনয় করলেন সালমান। ১৯৮৯ সালে সুরজের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নায়ক ছিলেন তিনিই। তারপর ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতেও জুটি বাঁধেন তারা।

সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এতে সালমান খানের সহশিল্পী রয়েছেন সোনম কাপুর, সোয়ারা ভাস্কর ‍ও আরমান কোহলি।

* ‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেলার :

 
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।