ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

সবচেয়ে ভালো বন্ধু রণবীর: দীপিকা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
সবচেয়ে ভালো বন্ধু রণবীর: দীপিকা (ভিডিও) রণবীর সিং ও দীপিকা পাডুকোন

বলিউড লাভবার্ড রণবীর সিং ও দীপিকা পাডুকোনের প্রেমের কথা সবাই জানেন। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কোনোও কথা বলেন না তারা।



চলতি মাসে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুটে অংশ নেন এই তারকা জুটি। সেখানেই ছবি তোলার পাশাপাশি তৈরি করা হয় একটি ভিডিও। যেখানে তারা দিয়েছেন অনেক প্রশ্নের উত্তর।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রণবীর তার টুইটারে ফটোশুটের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘হটনেস’।

শুধ‍ু ছবি নয় শেয়ার করেছেন সেই ভিডিও। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক মজা। ’ এছাড়া দীপিকা বলেছেন, ‘তুমি আমার ভালো বন্ধু’। পরবর্তীতে রণবীর জানান, ‘ওহ, ধন্যবাদ। ’ এরপর দীপিকা রণবীবকে পাল্টা প্রশ্ন করেন আমি কি তোমার সবচেয়ে ভালো বন্ধু? উত্তরে ৩০ বছর বয়সী এই অভিনেতা জানান, ‘না’!

রণবীর-দীপিকা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে। এতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর।

* রণবীর-দীপিকার ফটোশুটের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।