ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতার উৎসবে ‘শোভনের স্বাধীনতা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
কলকাতার উৎসবে ‘শোভনের স্বাধীনতা’ ‘শোভনের স্বাধীনতা’য় নিপুণ ও ফেরদৌস

এ বছরের ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘শোভনের স্বাধীনতা’। মানিক মানবিকের প্রথম চলচ্চিত্র এটি।

মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি তৈরি হয়েছে রশীদ হায়দারের উপন্যাস অবলম্বনে। নতুন খবর হচ্ছে, কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে ছবিটি। ২১ অক্টোবর কলকাতার নন্দনে শুরু হবে এই আয়োজন। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

দুই বছর আগে সরকারি অনুদানে শুরু হয় ‘শোভনের স্বাধীনতা’র দৃশ্যধারণ। এতে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ ও স্বাধীন খসরু। এ ছাড়া ঢাকার নটরডেম কলেজের ১৩ শিক্ষার্থী অভিনয় করেছেন, যারা কলেজের পাট চুকিয়েছেন এরই মধ্যে। শোভন চরিত্রে অভিনয় করা রুদ্র রাইয়ান তাদেরই একজন।

বছরের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পেলেও, এখনও ছবিটি মুক্তি দিতে পারেননি পরিচালক। তার ভাষ্য, ‘চেষ্টা করছি ডিসেম্বরে মুক্তি দেওয়ার। শুরুর দিকে এবং শেষের দিকে পৃথক দু’টি তারিখ পেয়েছি। ডিসেম্বরের শুরুর দিকে ছবিটিকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে আমার। ’

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।