ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

পড়শীর ৫০ লাখ অনুসারী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
পড়শীর ৫০ লাখ অনুসারী পড়শী/ ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পড়শীর ভক্ত ও অনুসারী ছাড়িয়েছে ৫০ লাখের ঘর। এই মাইলফলক দেশের বিনোদন অঙ্গনের আর কোনো তারকার নেই।

বিষয়টি উদযাপনের জন্য ফেসবুকে নিজের ফ্যানপেজের কাভার পিকচারটি বদলেছেন জনপ্রিয় এই গায়িকা।

২০০৯ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পেয়ে ফ্যানপেজটি খোলেন পড়শী। প্রায় ছয় বছরে বিপুলসংখ্যক ভক্ত হওয়ায় পড়শী বাংলানিউজকে বলেছেন, ‘অনেক ভালো লাগছে। ৫০ লাখ কম কথা না!’

এদিকে তিন-চারদিন পর ব্যাংকক যাচ্ছেন পড়শী। শামীম আহমেদ রনির পরিচালনায় ‘মেন্টাল’ ছবির একটি গানের দৃশ্যে শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন তিনি। ‘মন নাজেহাল’ শিরোনামের গানটি গেয়েছেন শান ও পড়শী।

ব্যাংকক থেকে আগামী ১৫ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে জানালেন পড়শী। পরদিন ঢাকা ক্লাবে, ১৮ অক্টোবর কুমিল্লা আর ১৯ অক্টোবর কক্সবাজারে গাইবেন তিনি।

বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।