ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তদের সঙ্গে সেলফি তুলবেন না সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ভক্তদের সঙ্গে সেলফি তুলবেন না সালমান

ধরুন সালমান খানের সঙ্গে দেখা হলো, তখন সেলফি তোলার সুযোগ হাতছাড়া করে কে! এটা তার সব ভক্তেরই স্বপ্ন। এতোদিন কারও কারও স্বপ্নটা পূরণ হলেও আর কেউ সে সুযোগ পাবে না।



সালমানের ব্যবস্থাপনা ও নিরাপত্তার দায়িত্বরত কর্মীরা তাকে অপরিচিত কারও সঙ্গে সেলফি না তোলার পরামর্শ দিয়েছেন। কারণ বেশ কয়েকবার ভক্তদের সঙ্গে বলিউডের এই সুপারস্টারের তোলা ছবির অপব্যবহার করা হয়েছে।

মেয়ে ভক্তরা সালমানের সঙ্গে সেলফি তুললে তাকে প্রেমিকা বলে প্রচার করা হয়। এমন ঘটনা অহরহ ঘটে। এ ছাড়া এক ব্যক্তি সালমানের সঙ্গে ছবি তুলে নিজেকে ৪৯ বছর বয়সী এই তারকার ছবির কাস্টিং ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়েছেন বিভিন্ন জায়গায়।

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।