ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

হলিউড জয়ে প্রিয়াঙ্কার প্রশংসায় গোটা বলিউড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
হলিউড জয়ে প্রিয়াঙ্কার প্রশংসায় গোটা বলিউড প্রিয়ঙ্কা চোপড়া

অভিনয় কিংবা গান- আন্তর্জাতিক দরবারে দুটি মাধ্যমে সাফল্যের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি আমেরিকার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবিসির ‘কুয়ান্টিকো’ টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি।

আর সেখানেই দেখিয়ে দিলেন নিজের অভিনয় দক্ষতার প্রমাণ। এর আগে আর কোনও বলিউড তারকাকে এ ভাবে প্রোমোট করেনি হলিউড। প্রতি রবিবার টিভির সামনে অপেক্ষা করছেন বলিউডও। তাদের ঘরের মেয়ের এই আন্তর্জাতিক সাফল্যে খুশি সকলেই। তাই টুইটারে প্রিয়ঙ্কার জন্য শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন বলি-তারকারা। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।   


কবীর বেদি
অভিনন্দন। ‘প্রিয়ঙ্কা কোয়ান্টিকো’তে তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ। এটা গ্রেট অ্যাচিভমেন্ট।


শিল্পা শেট্টি
প্রিয়ঙ্কা তোমার জন্য অনেক শুভেচ্ছা। খুব মজা করে কাজ করো।


রাজ কুন্দ্রা
শিল্পা শেঠির স্বামী জানান, কোয়ান্টিকো দেখতে দেখতে আমরা সবাই প্রায় টিভির ভেতর ঢুকে পড়েছিলাম। সত্যিই পরের এপিসোডের জন্য আর অপেক্ষা করতে পারছি না।


নেহা ধুপিয়া
দারুণ মজা করেছি। মনে হচ্ছে, পরের এপিসোডটা কখন দেখবো! আর অপেক্ষা করতে পারছি ন।


শ্রদ্ধা কাপুর
আরও এগিয়ে যাও প্রিয়ঙ্কা। ওয়াও!


শেখর কাপুর
অভিনন্দন প্রিয়ঙ্কা। সত্যিই তুমি করে দেখালে!


অর্পিতা খান শর্মা
কোয়ান্টিকো দেখেছি প্রিয়ঙ্কা। ভালো লেগেছে। তোমাকেও দারুণ মানিয়েছে। সত্যিই পরের এপিসোডের জন্য আর অপেক্ষা করতে পারছি না।


পুনিত মলহোত্রা
একটু দেরি হলো ঠিকই! তবে কোয়ান্টিকো দেখে আমি মুগ্ধ। আমার পছন্দের দেশি গার্ল..। অভিনন্দন ম্যাম। সব সময়ের মতোই অসাধারণ।

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ (রণবীর সিং, দীপিকা পাড়ুকোন) ছবির কাজ নিয়ে। এ ছাড়া ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর হাতে আছে প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।