ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

নার্ভাস অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
নার্ভাস অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন

‘কাহিনী’ ছবির ‘একলা চলো রে’ গানটি নিশ্চয়ই মনে আছে। অমিতাভ বচ্চনের ভরাট গলায় গানটি মন ছুঁয়ে দিয়েছিলো সবার।

চরিত্রের প্রয়োজনে এর আগেও অনেকবার গান গেয়েছেন তিনি। আবারও তার কন্ঠে শোনা যাবে গান। তবে এ বার কোনোও ছবির জন্য নয়, ছোটপর্দার জন্য গাইবেন তিনি।

‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ নামক একটি টেলিভিশন শো’এর জন্য গানটি গাইবেন তিনি। গানটি নিজেই কম্পোজ করেছেন বিগ-বি। এ কারণে বেশ নার্ভাস তিনি। কেননা এর আগে গান কম্পোজ করেননি তিনি।

৭২ বছর বয়সী এই অভিনেতা জানান, ‘গানটি কম্পোজ, রিহার্সাল সব কিছু নিয়ে বেশ চিন্তিত আমি। আশা করি, কাজটা খুব ভালোভাবে শেষ করতে পারবো। ’ ইতিমধ্যেই ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’র ট্রেলার লঞ্চ করেছেন বলিউডের এই সুপারস্টার।

‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ শো’এর ট্রেলার:



অমিতাভ বচ্চনের গাওয়া ‘একলা চলো রে’ গানের ভিডিও:



বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।