ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

সালমান-আমিরের বন্ধুত্বে ফাটল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
সালমান-আমিরের বন্ধুত্বে ফাটল আমির খান ও সালমান খান

দু’জনই সুপারস্টার, পর্দায় একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে ব্যক্তিগত জীবনে তারা ভালো বন্ধু।

কথা হচ্ছে, বলিউডের দুই খান সালমান ও আমিরের। ভক্তরা তাদের বন্ধুত্ব দেখে অনুপ্রাণিত হয়। কিন্তু এখন তাদের বন্ধুত্বের মাঝেই দেখা দিয়েছে ফাটল।

জানা গেছে, কিছুদিন আগেই বান্দ্রায় নিজের বাড়িতে সালমান খ‍ানের ‘বজরঙ্গি ভাইজান’ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আমির। সেখানে তিনি বলেছিলেন, ‘এই ছবিতে সালমান আগের থেকে অনেক বেশি পূর্ণতা দেখিয়েছে। ’

সালমান খান এখন ব্যস্ত ‘সুলতান’-এর দৃশ্যধারণের কাজ নিয়ে। অন্যদিকে, আমির শুরু করেছেন ‘দঙ্গল’-এর কাজ। সবথেকে মজার ব্যপার হলো দু’জনেই তাদের ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। এ কারণেই তাদের বন্ধুত্বের মাঝে ফাটল দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন।

সালমানকে উদ্দেশ্য আমির বলেছেন, ‘তিনি কখনও চিত্রনাট্য ও গল্প নিয়ে চিন্ত‍া করেন না। সবকিছু সহজভাবে নেয়। ’

আমিরের এই মন্তব্যকে ভালোভাবে নেননি সালমান খান। তিনিও মিস্টার পারফেকশনিস্টকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমি আমিরের মতো কঠোর পরিশ্রমি ন‍া। কিন্তু সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি। ’
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।