ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

আড্ডায় তারা তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
আড্ডায় তারা তিন

তপন চৌধুরী, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ- বাংলা গানের তিন জনপ্রিয় নাম। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তারা।

এখনও তাদের গান নিয়ে শ্রোতাদের আছে বাড়তি উন্মাদনা। তাই এ তিনজন যখন এক জায়গায় বসেন, গান নিয়ে কথা বলেন; সেটা তো আগ্রহের বিষয়বস্তু হবেই।

বাংলা গানের এ তিন ব্যক্তিত্বকে এক জায়গায় বসিয়েছে ‘জয়তু’। একাত্তর টিভির অনুষ্ঠান এটি। তপন চৌধুরী, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ অনুষ্ঠানে কথা বলেছেন তাদের ব্যক্তিজীবন, গানের স্বর্ণালি সময়, সাম্প্রতিক বাংলা গানের সংকট-সম্ভাবনা নিয়েও।

আগামী ৯ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ‘জয়তু’র এই পর্ব। তিন তারকার সঙ্গে উপস্থাপিকা হিসেবে আছেন সামিয়া রহমান।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।