ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ব্যাংককে শাকিব-তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ব্যাংককে শাকিব-তিশা শাকিব খান ও তিশা

‘মেন্টাল’ ছবির গানের দৃশ্যধারণে অংশ নিতে ব্যাংকক গেলেন শাকিব খান ও তিশা। আজ সোমবার (৫ অক্টোবর) তারা থাইল্যান্ডের রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন।

সেখানে শামীম আহমেদ রনির পরিচালনায় এর চারটি গানের কাজ করবেন তারা। এটাই এ জুটির প্রথম ছবি।

জানা গেছে, ব্যাংককে ছবিটির কাজে যোগ দিতে কয়েকদিন পর যাবেন আঁচল ও পড়শী। সেখানে দৃশ্যধারণ করলেই ছবিটি চলে আসবে শেষ পর্যায়ে। দেশে ফিরে আরও দু’দিন কাজ করলে ক্যামেরা ক্লোজ করা যাবে বলে জানান প্রযোজক পারভেজ চৌধুরী। শাকিব ও তিশা ঢাকায় ফিরবেন ১৫ অক্টোবর।

ছবিটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও কাবিলা। আইটেম গানে নেচেছেন মৌসুমী হামিদ। সংগীত পরিচালনায় প্রসেনজিৎ, ডাব্বু ও আকাশ। নৃত্য পরিচালনায় ভারতের শিবরাম শর্মা। চিত্রগ্রহণ করছেন চন্দন রয় চৌধুরী।

বাংলাদেশ সময় : ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।