ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ছয় মাসের মধ্যে অভিনয় নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ছয় মাসের মধ্যে অভিনয় নয় ববিতা

আগামী ছয় মাসের মধ্যে ক্যামেরার সামনে দাঁড়াবেন না ববিতা। তিন মাস পর গত ৭ আগস্ট কানাডা থেকে দেশে ফেরার পর একাধিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন নন্দিত এই অভিনেত্রী।

কিন্তু ব্যক্তিগত কারণে আপাতত ছয় মাস অভিনয়ে সময় দিতে পারবেন না বলে জানান তিনি।

ববিতা আজ মঙ্গলবার ( ৬ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে বলেন, ‘আমি আগেই ঘোষণা দিয়েছিলাম তথাকথিত চলচ্চিত্রে আর অভিনয় করবো না। মায়ের ভূমিকায় অভিনয় করতে আমার আপত্তি নেই। কিন্তু গল্প আর চরিত্রটি হতে হবে ব্যতিক্রম। সত্যি বলতে আমার মনের মতো চরিত্রের প্রস্তাব তেমন আসে না। এ কারণে অভিনয় কমিয়ে দিয়েছি। ’

ববিতা জানান, এবার কানাডা থেকে ফেরার পর একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে একটি হল ‘মেঘকন্যা’। এর নির্মাতা মিনহাজ অভির সঙ্গে তার দফায় দফায় কথা হয়েছে। নির্মাতা চান ববিতা ছবিটিতে অভিনয় করুন। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী আপাতত সময় দিতে পারছেন না।

ববিতা বলেন, ‘গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে। ওরাও চান আমি অভিনয় করি। কিন্তু আমি অন্তত ছয় মাসের মধ্যে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো না। একান্ত ব্যক্তিগত কারণেই পারবো না। তবে পরিচালক আমার জন্য অপেক্ষা করতে রাজি। দেখা যাক কী হয়। ’

ববিতা আপাতত সন্তান-সংসার, বাগান পরিচরযা, পাখি আর ধর্ম-কর্ম নিয়ে সময় কাটাতে চান। এদিকে গুলশানে নিজের নতুন বাড়ি তৈরির কাজও তদারকি করতে হচ্ছে তাকে। তা ছাড়া মাসখানেকের মধ্যে তিনি আবারও কানাডা যাচ্ছেন। একমাত্র ছেলে অনিককে সময় দিতেই সেখানে যাবেন ববিতা। সব মিলিয়ে আপতত নতুন ছবির কাজ হাতে নিচ্ছেন না।

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ববিতা জানান, এখন তার জীবনের একমাত্র স্বপ্ন ছেলের সুখ-স্বাচ্ছন্দ্য, যার জন্য ক্যারিয়ারের তুমুল ব্যস্ত সময়টাও উৎসর্গ করেছিলেন তিনি। জীবনের শেষদিন পর্যন্ত অনিকের সুখী মুখটা দেখতে চান মা ববিতা।



বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।