ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

রোমানা স্বর্ণার বিয়ের গুজব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
রোমানা স্বর্ণার বিয়ের গুজব রোমানা স্বর্ণা

আর ক’দিন বাদে অর্থাৎ ১৬ অক্টোবর মুক্তি পাবে রোমানা স্বর্ণার নতুন ছবি ‘রানআউট’। অথচ তিনি বিরক্ত! কারণটা এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর সঙ্গে জড়িয়ে তার বিয়ের খবর প্রকাশিত হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে।

অথচ যার বিয়ে তারই খবর নেই!

বাংলানিউজকে রোমানা স্বর্ণা বলেছেন, ‘আমি এসবের কিছুই জানি না। শুরুতে গুজবটা শুনে বিষণ্ন হয়ে পড়ছিলাম। কিন্তু এখন এ নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমার ওপর পরিবারের আস্থা আছে, তারা জানেন আমি এমন কাজ করবো না যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ’

রোমানা স্বর্ণার বিয়ের খবরে এক ব্যক্তির সঙ্গে তার স্থিরচিত্র ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর চেয়ে আরও বড় প্রমাণ নিয়ে গুঞ্জন ছড়ালেও আমার কাছের মানুষরা আমার পক্ষেই থাকবেন। তাই কে কি ভাবলো তা নিয়ে আমি মাথা ঘামাই না। ’

যোগ করে স্বর্ণা আরও বলেন, ‘সামনে আমার ছবি মুক্তি পাবে, এ কারণে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের ভুয়া খবর প্রচার করা হচ্ছে। তবে আমার বিশ্বাস, ষড়যন্ত্রকারীরা সফল হবে না। এখন আমি ছবিটার মুক্তির দিকেই মনোযোগী হচ্ছি। ’

তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ তৈরি হয়েছে অপরাধজগতের গল্প নিয়ে। সাধারণ একটি ছেলে পরিস্থিতির শিকার হয়ে অন্ধকারজগতের মানুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। এতে আরও অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, তারিক আনাম খান। এর সংগীত পরিচালনা করেছে ভাইকিংস ব্যান্ড।

এর আগে তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’ ছবিতে বাঈজির চরিত্রে অভিনয় করেছেন রোমানা স্বর্ণা। পাঁচ বছর আগে অনিকেত আনামের ‘আউট অব বক্স’ ছবিতেও কাজ করেন। সালাহউদ্দিন লাভলুর ‘আলতা সুন্দরী’ নাটকে মিস রানী চরিত্রে অভিনয়ের সুবাদে পরিচিতি পান তিনি।

* ‘রানআউট’ ছবির ‘জানালা খুলে দাও’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ২০০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।