ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘রাঙা সকাল’ ১৫০০

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
‘রাঙা সকাল’ ১৫০০

আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর ডালিতে। আজ মঙ্গলবার ‘রাঙা সকাল’ ১৫০০ পর্ব পূর্ণ করলো।

এদিন গান পরিবেশন করেন শিল্পী মনিরা ইসলাম পাপ্পু ও দেবলীনা সুর।

শেষ পর্যায়ে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেন ‘রাঙা সকাল’ পরিবার। এ সময় স্টুডিওতে ছিলেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানটির মূল পরিকল্পনাকারী অঞ্জন চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দর্শকের ভালোবাসা পেলে আমাদের এই আয়োজন আগামীতে আরও অনেক পথ পাড়ি দিতে পারবে। ’

২০১১ সালের ৩০ জুলাই মাছরাঙা টেলিভিশনের যাত্রা লগ্ন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয়ে আসছে অনুষ্ঠানটি। এতে অতিথি হয়ে এসেছেন দেশবরেণ্য মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, শিক্ষাবীদ, বিজ্ঞানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের আলোকিত মানুষেরা। রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় রাঙা সকাল উপস্থাপনা করছেন অদিতি, কিবরিয়া, জিয়ন ও রুম্মান রশীদ খান।

বাংলাদেশ সময় : ২০০৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।