ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

অনেকদিন পর ট্রেন-যাত্রার স্বাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
অনেকদিন পর ট্রেন-যাত্রার স্বাদ সাজু খাদেম / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিকট শব্দে হুইসেল বাজলো। প্লাটফর্মে যাত্রীর ভিড়।

কুলির মাথায় মালের বোঝা। ইতস্তত যাত্রীরা দৌড়ে গিয়ে নির্দিষ্ট কামরায় ঢুকছেন, আসন মিলিয়ে নিচ্ছেন। ট্রেন প্লাটফর্ম ছেড়ে ধীরে ধীরে চলতে শুরু করলো। শহর ছাড়িয়ে, গ্রাম, মাঠ, বিলের বুক চিরে লম্বা অজগরের মতো একটা ট্রেন ছুটে যাচ্ছে। বহুদিন এমন দৃশ্যের সঙ্গী হওয়া হয়নি সাজু খাদেমের। ট্রেনে চেপে কোথাও যাওয়া হয়নি অনেকদিন হলো।

কতোদিন? ‘ছয় বছর তো হবেই’- বললেন সাজু। আলাপে নস্টালজিয়ার আঁচ। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে যখন তার সঙ্গে কথা হচ্ছিলো, তখন তিনি চট্টগ্রামে। ঘণ্টাখানেক আগে পৌঁছেছেন। গোসলটা সেরে, প্রস্তুতি নিচ্ছিলেন ক্যামেরার সামনে দাঁড়ানোর। ওপ্রান্ত থেকে বললেন, ‘ট্রেন জার্নি সবসময়ই আমার পছন্দের। ’

সাজু খাদেম চট্টগ্রামে গেছেন নাটকের কাজে। পূজার নাটক। নাম ‘বিজয়শঙ্খ’। গৌতম কৈরির পরিচালনা। সাজু শুধু একাই নন, সঙ্গে আছেন উর্মিলা শ্রাবন্তী কর ও মিশু সাব্বির। দুর্গাপূজায় এনটিভিতে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।