ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

আতিফ আসলামের গানে বাংলাদেশের এপিরাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আতিফ আসলামের গানে বাংলাদেশের এপিরাস

আতিফ আসলামের ‘জিন্দেগি আ রাহা হু ম্যায়’ গানটি বেরিয়েছিলো এ বছরের মে মাসে। ভিডিওতে পুরো গানে নেচে, শারীরিক কসরত দেখিয়ে দর্শক মাতান টাইগার শ্রুফ।

মনোজ মুনতাসিরের লেখা এ গানের কম্পোজিশনে ছিলেন আমাল মালিক। সং প্রোগ্রামে আরমান মালিক, অভিজিৎ ভাগানি ও আমাল মালিক।

আরেকটি নাম আছে- এপিরাস। বাংলাদেশের এ ব্যান্ডেরও অবদান আছে গানটিতে। তিন তরুণের গড়ে তোলা এপিরাস ‘জিন্দেগি আ রাহা হু ম্যায়’ গানে কাজ করেছে এডিশনাল সং প্রোগ্রামার হিসেবে।

এপিরাসের সামি জানিয়েছেন, ব্যান্ড ম্যানেজার তানজিলের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ হয় আরমান মল্লিকের। তিনিই তার ভাই অমল মল্লিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এরপর গানটির কথা ও সুর হয়ে গেলে মিউজিক ট্র্যাক নিয়ে প্রায় এক মাস ধরে কাজ করে এপিরাস।

ব্যান্ডের তিন সদস্য সামি, শুভ ও আদনান। তারা এখন ব্যস্ত বেশকিছু বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল নিয়ে।

* ‘জিন্দেগি আ রাহা হু ম্যায়’ গানের ভিডিও:



বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।