ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব নভেম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব নভেম্বরে

চার বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব। আয়োজকরা জানান, এবারের আয়োজনেও থাকবে দেশ-বিদেশের গুণী শিল্পীদের পরিবেশনা।

পাঁচ দিনের উৎসব শুরু হবে আগামী ২৭ নভেম্বর। বরাবরের মতো এর ভেন্যু রাজধানীর আর্মি স্টেডিয়াম।

আয়োজকরা জানান, আগামী ১০ অক্টোবর সকাল ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে শিল্পী তালিকাও।

এদিকে অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে এবারও শ্রোতারা বিনামুল্যে উৎসব উপভোগ করতে পারবেন। এর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।