ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভের পিছু নিলো বাঘ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
অমিতাভের পিছু নিলো বাঘ!

জিপের ভেতর বসে আছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের বন থেকে ফিরছিলেন তিনি।

চলতি পথে তার পিছু পিছু দুলকি চালে হেঁটে আসতে থাকে একটি বাঘ। পাক্কা চার কিলোমিটার পথ বিগ বি’র পিছু ছাড়েনি ওই বাঘ। শেষমেষ সে ক্ষান্ত হয়ে থেমে যায়। এ ঘটনা বেশ অবাক করেছে তাকে। টুইটারে একথা জানিয়েছেন ৭২ বছর বয়সী এই অভিনেতা।

এক সপ্তাহ ধরে হরিয়ানার সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে চলছে ‘ওয়াইল্ড লাইফ উইক’। এ উপলক্ষে মহারাষ্ট্রের বাঘ দূত হিসেবে বনে যান অমিতাভ। বাঘ বাঁচানোর দায়িত্ব যার কাঁধে বাঘ তার পিছু নেবে, এটাই তো স্বাভাবিক! তিনি লিখেছেন, ‘বাঘের সঙ্গে সময় কাটলো! পুরো চার কিলোমিটার রাস্তা আমার পেছন পেছন হেঁটে এলো সে। বলতেই হচ্ছে এটা খুব অস্বাভাবিক ঘটনা। এমনটা তো ওরা কখনও করে না। এর আগেও ফিল্ম সিটির মধ্যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে অনেকবার গিয়েছি। শুটিং করেছি। এরকম এরকম অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। ’

অমিতাভকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘পিকু’ ছবিতে। সামনে মুক্তি পাবে তার ‘ওয়াজির’।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।