ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার ডাকে শাহরুখের না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
দীপিকার ডাকে শাহরুখের না শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির দৃশ্যধারণ চলছে। এ সময়টাতে উদ্বেগ আর উৎকণ্ঠায় পড়েছিলেন দীপিকা পাড়ুকোন।

বলিউডের তারকারা সাধারণত এসব বিষয় কারোর সঙ্গে শেয়ার করেন না। কিন্তু দীপিকা ব্যতিক্রম। তিনি যাকে শিক্ষক ও ভালো বন্ধু মনে করেন, সেই শাহরুখ খানকে না বলে থাকতে পারেননি। তখন কেউ কেউ দীপিকার এ স্বীকারোক্তির প্রশংসা করেছিলেন। কিন্তু এখন যখন বন্ধু শাহরুখকে প্রয়োজন, তখন তাকে পাশে পাচ্ছেন না এই অভিনেত্রী।

আগামী ১০ অক্টোবর নিজের মানসিক স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন ‘লিভ লাভ লাফ’-এর উদ্বোধনী অনুষ্ঠান। সেজন্য শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু হাতে সময় না থাকায় আসতে পারবেন না শাহরুখ। কেননা ৪৯ বছর বয়সী এই অভিনেতা এখন ব্যস্ত রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী কাঁজল।

অন্যদিকে দীপিকা পাড়ুকোন ব্যস্ত সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।    

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।