ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

বেগম আখতার হবেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
বেগম আখতার হবেন কঙ্গনা?

বেগম আখতারের গানে আজও মুগ্ধ সংগীতদুনিয়া৷ গজল-ঠুংরির কিংবদন্তি শিল্পীর জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবি। এতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত।

এমনই আভাস পাওয়া গেছে।

গত ৭ অক্টোবর ছিলো বেগম আখতারের ১০১তম জন্মদিন৷ জন্মদিনে তাকে শ্রদ্ধা জানান শিল্পী অনুপ জলোটা৷ এর আগেরদিন ৬ অক্টোবর অনুপ তার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছবিটির ঘোষণা দেন৷ জানা গেছে, এটি পরিচালনা করবেন কেতন মেহতা৷ বরাবরই যিনি বায়োপিকে সিদ্ধহস্ত৷ ছবির সঙ্গীত পরিচালনার করবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর. রহমান৷

অনুপ জানান, ‘ আমরা কঙ্গনার সঙ্গে যোগাযোগ করেছি৷ আশা করি, বেগম আখতারের জীবনের কোনও একটি পর্বে অভিনয় করবেন তিনি৷’

ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন ইরফান খান। তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে কঙ্গনার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।