ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘আমি সিডের খুব ঘনিষ্ঠ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
‘আমি সিডের খুব ঘনিষ্ঠ’ আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা

অনেকদিন ধরেই গুঞ্জন চলছে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্ক নিয়ে। কিছুদিন আগে শহিদ কাপুরও এ দুজনের মধ্যে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছিলেন।

তবে এ নিয়ে দুজনের কেউ কোনোও কথা বলেননি। এবার মুখ খুললেন আলিয়া। তিনি জানালেন তার জীবনে তেমন কেউ নেই। তিনি সিঙ্গেল।

২২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘আমি সিঙ্গেল। সিদ্ধার্থ শুধুমাত্র আমার খুব ভালো বন্ধু। আমি কারও সঙ্গে ডেট করছি না। ’

ভাটকন্যা আরও জানান, ‘আমি সিডের (সিদ্ধার্থ মালহোত্রা) খুব ঘনিষ্ঠ এবং সবসময়ই থাকবো। আমরা আমাদের ক্যারিয়ার যাত্রা একসঙ্গে শুরু করেছি। শুধু সিদ্ধার্থ নয়, আমার প্রত্যেক সহশিল্পীর সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে।

সিদ্ধার্থের প্রশংসায় বলিউডের এই জানান, ও খুব শান্ত, সুখী মানুষ। এছাড়া ও ক্রিকেট খেলা ও নাচতে পছন্দ করে। ’

অন্যদিকে আলিয়া-সিদ্ধার্থ এখন একসঙ্গে থাকছেন। এছাড়া আলিয়ার মা জানান, ‘আলিয়া ও সিদ্ধার্থ ঘনিষ্ঠ বন্ধু। ও সিদ্ধার্থের সঙ্গেই বেশি সময় কাটায়। ’

সিদ্ধার্থের সঙ্গে দ্বিতীবারের মতো জুটিবদ্ধ হয়েছেন আলিয়া। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। আলিয়া এখন ব্যস্ত তার নতুন ছবি ‘শানদার’-এর প্রচারণার কাজ নিয়ে। এতে তার সহশিল্পী শহিদ কাপুর। ছবিটি মুক্তি পাবে ২২ অক্টোবর।      

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।