ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

শাড়ি জড়ালেই ১৩ কোটি রুপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
শাড়ি জড়ালেই ১৩ কোটি রুপি! বিদ্যা বালান

নয় বছর বয়স থেকে শাড়ি সামলাচ্ছেন বিদ্যা বালান! নিজেই এমনটা জানিয়েছিলেন। শাড়িতেই তাকে বেশি সুন্দর লাগে- এমন কথার প্রচলনও রয়েছে বলিউডে।

কারণে-অকারণে শাড়ি তো পরতেই হয় বিদ্যাকে। কিন্তু এবার ঘটছে চমকপ্রদ ঘটনা। গায়ে শাড়ি জড়ালেই বিদ্যা পাবেন ১৩ কোটি রুপি।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, একটি সিল্ক শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘কাহানী’খ্যাত এই অভিনেত্রী। আর তাতেই মিলছে বড় অংকের এই সম্মানী।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারতীয় নারীদের শারীরিক গঠন অনুযায়ী শাড়ি বেশ ভালো পোশাক। এ ছাড়া বিদ্যার সঙ্গে শাড়ি খুব ভাল মানায়। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, অক্টোবর ০৯, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।