ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

শুভর প্রথম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
শুভর প্রথম! আরিফিন শুভ

‘ভোলা যাচ্ছি। দেশের ভেতর প্রথম নৌ-পথে যাত্রা’- ফেসবুকে গতকাল শুক্রবার (৯ অক্টোবর) লিখেছেন আরিফিন শুভ।

কী জন্য যাচ্ছেন তিনি? সেটাও লিখেছেন- অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবির দৃশ্যধারণে। এই নির্মাতার সঙ্গে শুভর এটি প্রথম কাজ।  

রূপালি পর্দায় জয়া আহসান, পূর্ণিমা, জাকিয়া বারী মম, মাহিয়া মাহি, আইরিন, আঁচল, মারজান জেনিফার নায়ক হয়েছেন শুভ। এবার? ‘তিশা। আমরা এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলাম’- শুভ জানিয়েছেন এটাও।  

বোঝা যাচ্ছে, ছবিটির সঙ্গে বেশ কয়েকটি ‘প্রথম’ বিষয় আছে শুভর জন্য। তাই না? একমত হয়ে বললেন, ‘আশা করছি ভালো কাজ হবে। ’

‘অস্তিত্ব’ ছাড়া শুভর হাতে আছে ‘মৃত্যুপুরী’ (প্রসূণ আজাদ), দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ (মাহি) এবং সৈকত নাসির পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।