ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আফজাল হোসেনের নতুন মডেল সেতু-মুনিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আফজাল হোসেনের নতুন মডেল সেতু-মুনিয়া (বাঁ থেকে) আফজাল হোসেন, মুনিয়া ইসলাম ও এ কে আজাদ সেতু

এ কে আজাদ সেতু মঞ্চে কাজ করেন। দেখা যায় টিভি নাটকে।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অন্যদিকে মুনিয়া ইসলাম নতুন মুখ হিসেবে নাটকে-বিজ্ঞাপনচিত্রে বেশ পরিচিত। আফজাল হোসেন এ দু’জনকে তার নতুন বিজ্ঞাপনচিত্রের জন্য বেছে নিয়েছেন। সম্প্রতি এর দৃশ্যধারণ হলো।

তবে আফজাল হোসেনের সঙ্গে এটাই তাদের প্রথম কাজ নয়। ছোটকাকু সিরিজের সর্বশেষ ধারাবাহিক ‘দিনদুপুরে দিনাজপুরে’ নাটকে অভিনয় করেছিলেন তারা। চ্যানেল আইতে এটি প্রচার হয়েছে গত কোরবানির ঈদে।

সেতু জানালেন, এক মিনিট ব্যাপ্তির বিজ্ঞাপনচিত্রটি সামিট গ্রুপের। দৃশ্যধারণ হয়েছে ছয় দিন; চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে। এতে নিয়াজ ও প্রিয়ম নামে আরও দু’জন কাজ করেছেন।



বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।