ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাতিঘরের নাট্যমেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
বাতিঘরের নাট্যমেলা

পথচলার পঞ্চম বর্ষে পদার্পন করছে বাতিঘর। এ উপলক্ষে নাট্যমেলার আয়োজন করেছে দলটি।

আগামী শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হচ্ছে চারদিনের এই উৎসব। এদিনের অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন সারা যাকের প্রমুখ।

রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘বাতিঘর নাট্যমেলা’য় অংশ নেবে ছয়টি নাট্যদল। উদ্বোধনী সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। উৎসবের অন্য দলগুলো হলো- আরণ্যক, প্রাচ্যনাট, বটতলা, প্রাঙ্গণেমোর, আগন্তুক রেপার্টরি ও বাতিঘর।

নাট্যমেলায় নাটক মঞ্চায়নের পাশাপাশি থাকবে পুতুলনাচ, পথনাটক, বাংলার নাচ, পাপেট শো, বানর নাচ, সাপ খেলাসহ বিভিন্ন পরিবেশনা। উৎসবে গান গাইবে জলের গান, মেঘদল ও সর্বনাম ব্যান্ড। ২৬ অক্টোবর শেষ হবে এই নাট্যমেলা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।