ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শান-সাকির প্রথম (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
শান-সাকির প্রথম (ভিডিও) শান ও সুমাইয়া সাকি

শায়েক উদ্দিন শান শুদ্ধ সংগীতের চর্চা করছেন কয়েক বছর ধরে। তার গাওয়া ‘শিশির ভেজা’ গানটি অনেকেরই প্রিয়।

এবার দুর্গাপূজা উপলক্ষে সিঙ্গেল ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। এর শিরোনাম ‘তুমি এলে’। গানটিতে তার সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী সুমাইয়া সাকি। গত ১৮ অক্টোবর থেকে ভিডিওটি দেখা যাচ্ছে ইউটিউবে।   

শান বাংলানিউজকে বলেন, ‘বেশ যত্ন নিয়ে গান আর ভিডিওটি তৈরি করেছি। হালকা মেজাজের গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে এটি। গানের মডেল সাকি আমার পূর্ব পরিচিতা। তিনি সুন্দর অভিনয় করেছেন। ’

জাহাঙ্গীর রানার লেখা এই গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন শান নিজেই। ভিডিও নির্মাণ করেছেন এস এম শাকিল।

এ ব্যাপারে সুমাইয়া সাকি বলেন, ‘আগে দুটি রবীন্দ্রসংগীতের গানে মডেল হয়েছিলাম। জিনাত হাকিমের নির্দেশনায় সেগুলোতে আমার সহশিল্পী ছিলেন শাহেদ শরীফ খান ও শাহরিয়ার নাজিম জয়। শান ভাইয়ের এ গানটি আমার পছন্দের। তাই কাজটি করলাম। ’

শান এখন ব্যস্ত তার নতুন একক অ্যালবাম তৈরির কাজ নিয়ে। এ ছাড়া তার সুর-সংগীতে ফাহমিদা নবীর নতুন একক বাজারে আসবে অচিরেই।
অন্যদিকে সুমাইয়া সাকি এখন ব্যস্ত জিটিভির ধারাবাহিক ‘তুই কে আমার’-এর কাজ নিয়ে। তিনি অভিনয় করছেন নারগিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ ছবিতে। এর দৃশ্যধারণ অর্ধেক এগিয়েছে। তাকে বিভিন্ন টিভিতে অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও দেখা যাচ্ছে।
 
* তুমি এলে গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।