ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাকিস্তানি ছবিতে কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
পাকিস্তানি ছবিতে কারিনা কারিনা কাপুর খান

বলিউডের গন্ডি পেরিয়ে এবার পাকিস্তানি ছবিতে কাজ করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। পাকিস্তানের খ্যাতিমান নির্মাতা শোয়েব মনসুরের আগামী ছবিতে দেখা যেতে পারে তাকে।

শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

অনেকদিন ধরেই পাকিস্তানি ছবিতে কারিনার অভিনয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো। এর সত্যতা নিশ্চিত করলেন তার মুখপাত্র। ধারণা করা হচ্ছে, ‘বজরঙ্গি ভাইজান’ তারকাকে ই-মেইলে প্রস্তাবটি পাঠিয়েছেন মনসুর। তারও চরিত্রটি পছন্দ হয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে চিত্রনাট্য দেখতে চান বলিউডের এই অভিনেত্রী।

আগামী সপ্তাহে দুবাই গিয়ে মনসুরের সঙ্গে সাক্ষাৎ করবেন বেবো (কারিনার ডাকনাম)। এরপর চিত্রনাট্যের বর্ণনা শুনে ছবিটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হবেন ৩৫ বছর বয়সী এই তারকা। খবর পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের। সব ঠিক থাকলে কারিনার মাধ্যমে বলিউডের প্রথম সারির কোনো অভিনেত্রীকে পাকিস্তানি ছবিতে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘন্টা, অক্টোবর ২০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।