ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অঞ্জন পরিবারের সঙ্গে তানিয়ার এক সন্ধ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
অঞ্জন পরিবারের সঙ্গে তানিয়ার এক সন্ধ্যা

গান গাইতে ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। গত বছর ২৯ জুলাই এসেছিলেন দেশ টিভির আমন্ত্রণে।

চ্যানেলটির ‘কলের গান’-এ সরাসরি গান শুনিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন তানিয়া হোসাইন। ঘনিষ্ঠতা গাঢ় হওয়ার সূত্রপাত ওটাই।

তানিয়া কলকাতায় গেছেন ঘুরতে। সেখানে আড্ডা দিয়ে, ফুটপাতের চায়ে চুমুক দিয়ে তার দিন যাচ্ছে ফূর্তিতে। অঞ্জন দত্তের গানের ভক্ত তানিয়া। কলকাতায় গেছেন, আর অঞ্জনের সঙ্গে দেখা হবে না; ঘোরাঘুরি তো পূর্ণতাই পাবে না তাহলে! গত ১৯ অক্টোবর সন্ধ্যায় তানিয়া গিয়েছিলেন অঞ্জন দত্তের বাড়িতে। দত্ত পরিবারের সবাই ছিলেন- অঞ্জন দত্ত, তার স্ত্রী ছন্দা, ছেলে নীল দত্ত। আড্ডা দিয়ে, গল্প করে, সেলফি তুলে সময় কাটলো দারুণ।

তানিয়া হোসাইন দীর্ঘদিন ধরে মঞ্চনাটকের সঙ্গে আছেন। অভিনয় ছাড়াও পোশাক পরিকল্পনা করেছেন তিনি। সমানে কাজ করছেন টিভি নাটকে। কয়েক মাস আগে একটি টিভি নাটকও লিখেছেন তানিয়া।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।