ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাখ টাকার গহনা চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
লাখ টাকার গহনা চুরি কোয়েনা মিত্র

কোয়েনা মিত্রকে তো ভুলতে বসেছিলো দর্শকরা, কিন্তু তিনি এবার যে কারণে খবরের শিরোনামে এলেন তা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। মুম্বাইয়ের ওশিয়ারা অ্যাপার্টমেন্ট সংলগ্ন মীর টাওয়ারে বলিউডের এই অভিনেত্রীর ঘরে গত ১৯ অক্টোবর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।



এই অপকর্মের পেছনে গৃহ পরিচারিকার হাত রয়েছে দাবি করে তার বিরুদ্ধে মামলাও করেছেন কোয়েনা। তার দাবি, নগদ এক লাখ ২০ হাজার রুপি ও বেশকিছু গহনা চুরি হয়েছে। ডেইলিভাস্কর ডটকম জানিয়েছে খবরটি।

জানা গেছে, ৯ বছর ধরে ওই পরিচারিকা কোয়েনার বাড়িতে কাজ করছেন। কয়েক মাস আগে মেয়ের পড়াশোনার জন্য তিনি ‘আপনা স্বপ্না মানি মানি’ তারকার কাছে অনেক টাকা ধার চেয়েছিলেন। কিন্তু পুরোটা দিতে রাজি হননি কোয়েনা। এ কারণেই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।