ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন প্রেমিককে প্রকাশ্যে ফ্রিডার চুমু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
নতুন প্রেমিককে প্রকাশ্যে ফ্রিডার চুমু! ফ্রিডা পিন্টো ও রনি বাকার্ডি

দীর্ঘ ছয় বছর প্রেমের সম্পর্ক ছিলো ফ্রিডা পিন্টো ও দেব প্যাটেলের মধ্যে। গত বছরের এপ্রিলে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

প্রেমের সেই সম্পর্ককে ফ্রিডা ‘বন্ধুত্ব’ তকমা দিয়েছিলেন ‘ইতি’ টানার পরপর। সে সময় এ বিষয়ে তিনি জনিয়েছিলেন, ‘আমি ও দেব খুব ভালো বন্ধু’।

এরপর রনি বাকার্ডি নামে এক পোলো খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে জড়ান হলিউড ও বলিউড অভিনেত্রী ফ্রিডা। সম্প্রতি নতুন এই প্রেমিককে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনায় এসেছেন তিনি।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর ছিলো ৩১ বছর বয়সী ফ্রিডার জন্মদিন। দিনটি উৎযাপনের জন্য বেভারলি হিলসে ব্রাজিলিয়ান স্টিকহাউজ ফোগো ডি চাও গিয়েছিলেন প্রেমিক যুগল। সেখানেই রনিকে প্রকাশে চুম্বন করতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।