ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সজলের প্রশংসায় আফজাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
সজলের প্রশংসায় আফজাল আফজাল হোসেন ও সজল

টিভি নাটকে আফজাল হোসেন অনেকখানি জায়গাজুড়ে আছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। বিংশ শতকের শেষ দুই দশকে রোমান্টিক নাটকে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতা এখনও যেন চির তরুণ, অভিনয়ে চিরসবুজ! অন্যদিকে সজল ছোটপর্দার নায়ক হিসেবে বেশ পরিচিত, জনপ্রিয়।

আফজাল হোসেনের পরিচালনায় কাজও করেছেন সজল। সম্প্রতি আফজাল হোসেন বেশ প্রশংসা করেছেন সজলের। বললেন, ‘সজল চলচ্চিত্রের ভালো নায়ক হতে পারে। ’

‘রানআউট’ দেখে এসে এই মন্তব্য করেছেন আফজাল। ১৬ অক্টোবর তন্ময় তানসেন পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে। বাণিজ্যিক চলচ্চিত্রের নায়ক হিসেবে এই প্রথম সজলের বড়পর্দায় আবির্ভাব। এতে পরিচিত ঘরানা থেকে বেরিয়ে এসে বেশ মারমুখো সজল। এটিই ভালো লেগেছে আফজাল হোসেনের। ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।

ছবিটি সম্পর্কে আফজাল বলেছেন, ‘রান আউট আলাদা একটা গল্প বলার চেষ্টা। একই সাথে পরিচালক চেয়েছেন ছবিটা দেখতে সব ধরণের দর্শক ছবিঘরে আসুক। এটাকেই সাহসী চেষ্টা মনে হয়েছে। মনে হয়েছে দর্শকের প্রতি পরিচালকের অগাধ বিশ্বাস রয়েছে এবং নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী। ’

প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ছবিটির পরিচালক তন্ময় তানসেন সম্পর্কেও। বলেছেন, ‘তন্ময় তানসেনদের মত পাঁচ দশজন সে চেষ্টায় কোমর বেঁধে নেমে পড়লে চলচ্চিত্রের দূর্দশা ঘুঁচে যাবে বলে আমার বিশ্বাস। ’ এ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী নাগ, তারিক আনাম খান, প্রবাল প্রমুখ। তাদের সম্পর্কে আফজালের মত, ‘মৌসুমী নাগ চমৎকার। তারিক আনাম খান ও প্রবালকে ভালো লেগেছে। ’

আফজাল হোসেন লেখাটি শেষ করেছেন এভাবে, ‘ছবির মন্দও দু’ চারটে বলা যায়। বলবো কেনো? রোজ অনেক মন্দকে বেশ তো মেনে চলেছি। ভালোবেসে, কষ্ট স্বীকার করে একজন ছবি বানিয়েছেন, সেটা দেখতে মানুষ সিনেমাঘরে যাচ্ছে সেটা অনেক বড় প্রাপ্তি, সাফল্য। ভুল ধরে বাহাদুরি ফলিয়ে লাভ কি?’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।