ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিষ্টি দিলেন কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
মিষ্টি দিলেন কাজল

দুর্গাপূজা উদযাপনের সুযোগ কখনও হাতছাড়া করেন না কাজল। কিন্তু ‘দিলওয়ালে’ নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে তার।

তবু প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ে পূজামন্ডপে দেখা গেছে তাকে। সঙ্গে ছিলেন তার মা তনুজা আর ছোট বোন তানিশা।

মন্ডপে পূজার আনন্দে শামিল হওয়া বিভিন্ন বয়সী নারী ও পুরুষ দর্শনার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন কাজল। কাজলের আতিথেয়তায় তার হাত থেকে মিষ্টি পেয়ে আপ্লুত হন সাধারণ মানুষ।

মন্ডপে ঘোরাঘুরি, মিষ্টি দেওয়া আর ছবি তোলার ফাঁকে চাচাত ভাই রাজা মুখার্জির সঙ্গে গল্পে ডুবে যান তিনি। রাজা হলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জির ভাই।

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’র মাধ্যমে পাঁচ বছর পর আবার শাহরুখ খানের সঙ্গে অভিনয় করলেন কাজল। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।