ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অসিনের বিয়ে যেদিন যেখানে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
অসিনের বিয়ে যেদিন যেখানে অসিন

বিয়ে করবেন আগেই ঘোষণা দিয়েছিলেন, এবার চূড়ান্ত হয়ে গেলো দিনক্ষণ। আগামী ২৬ নভেম্বর দিল্লির ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন বলিউড অভিনেত্রী অসিন।

ভারতের রাজধানীর এনএইচএইট হোটেলে হবে সব আনুষ্ঠানিকতা।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, বিয়েটা হবে স্বল্প পরিসরে আর ঘরোয়াভাবে। দুই পরিবার আর তাদের ঘনিষ্ঠরাই শুধু থাকবেন এতে। বিয়ের পরদিন (২৭ নভেম্বর) ওয়েস্ট এন্ড গ্রিনস বাগানবাড়িতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন অসিন ও রাহুল। একই জায়গায় বিয়ে করেছিলেন শহিদ কাপুর ও মিরা রাজপুত।

জানা গেছে, দিল্লি থেকে মুম্বাই ফিরে ২৮ অথবা ২৯ নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন ‘গজিনি’ তারকা অসিন। এখানে বলিউড তারকাদের নিমন্ত্রণ করবেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। এখন বিয়ের কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি নিয়ে তুমুল ব্যস্ত হবু বর-কনে দু’জনই।

* অসিনের বিয়ের সানাই বাজছে
* অসিনের জন্য ৬ কোটি রুপির আংটি
* অসিনের ১০০ পোশাক

বাংলাদেশ সময় : ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।