ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে ১০ হাজার প্রেমপত্র!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সালমানকে ১০ হাজার প্রেমপত্র! সালমান খান

নিজের নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারণা চালাতে নবরাত্রিতে ভারতের আহমেদাবাদ গিয়েছিলেন সালমান খান। সেখানে ভক্তরা তাকে বিশাল বাক্সে ভরে প্রেমপত্র উপহার দেন।

তা-ও প্রায় দশ হাজার প্রেমপত্র!

লাল রঙের বাক্সটি সালমান পেয়েছেন আহমেদাবাদ ছাড়ার সময়। প্রেমপত্রগুলো লিখেছে এই রাজ্যের বিভিন্ন ভক্ত। এমন উপহার পেয়ে চমকে গেছেন তিনি।   দর্শকদের অভূতপূর্ব ভালোবাসার জন্য ধন্যবাদ জানান বলিউডের এই সুপারস্টার।

শুধু আহমেদবাদ নয়, বান্দ্রায় সালমানের বাড়ির পাশের ডাকঘরও ভরে গেছে তাকে পাঠানো ভক্তদের চিঠিতে। চিঠির সমুদ্র দেখে অনেকে মন্তব্য করেছেন, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে প্রেম চরিত্রে অভিনয় করেছেন বলেই প্রেমপত্র পেয়ে চলেছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা!

দিওয়ালি উপলক্ষে আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’। এতে সালমানের সহশিল্পী সোনম কাপুর।

বাংলাদেশ সময় : ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।