ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘প্রেম রতন ধন পায়ো’ নকল ছবি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
‘প্রেম রতন ধন পায়ো’ নকল ছবি? ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খান ও সোনম কাপুর

সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ এখন সর্বত্র আলোচিত। এ ছবিকে ঘিরে প্রতিদিনই বের হচ্ছে চমকপ্রদ আর আকর্ষণীয় সব খবর।

এবার যেটা রটেছে তা সত্যিই অবাক করার মতো।

বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সুরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি অ্যান্থনি হোপের অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস ‘দ্য প্রিজনার অব জেন্ডা’ অবলম্বনে তৈরি হয়েছে। এটি প্রকাশিত হয় ১৮৯৪ সালে। ১৯৩৭, ১৯৫২ ও ১৯৭৯ সালে তিনটি ছবি তৈরি হয়েছে এই উপন্যাস নিয়ে।

‘প্রেম রতন ধন পায়ো’র মূল ভাবনা এসেছে এই উপন্যাস থেকে। তবে নকলের বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়ে আছে। আগামী ১২ নভেম্বর ছবিটি মুক্তি পেলেই বোঝা যাবে এটা সত্যি কি-না। এর গল্প একই রকম দেখতে রাজা প্রেম ও সাধারণ মানুষ বিজয় এবং তাদের ভালোবাসাকে ঘিরে।

এ ছবির মাধ্যমে ১৬ বছর পর সুরজের পরিচালনায় কাজ করলেন সালমান। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সোনম কাপুর।

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।